Business Care News

News That Matters

love, affection, fondness

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১৫০: বিয়ে বহির্ভূত সম্পর্ক

প্রশ্নঃ আমার স্বামী মারা গেছে চার বছর আগে। গত একবছর যাবৎ একজনের সাথে আমার সম্পর্ক। আমি খুব বিশ্বাস করি তাকে কিন্তু একমাস যাবৎ সে আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না। অন্য একটি মেয়েকে বিয়ে করবে সে। আমি এখন একা। সে আমাকে যোগাযোগ করতে নিষেধ করে দিয়েছে। আমি খুব কষ্ট পাচ্ছি, আমি ভালো সমাধান চাই।


উত্তরঃ এর কোনো সমাধান নেই। আপনি কেন সম্পর্ক করেছেন? স্বামী মারা গেছে, আরেকজনকে আপনি অবশ্যই বিয়ে করতে পারেন, সে অধিকার আপনার আছে। কিন্তু বিয়ে বহির্ভূত যে সম্পর্ক আপনি এক্ষেত্রে গড়েছেন, সম্ভাবনা হচ্ছে- ৯০% ক্ষেত্রেই সে আপনাকে ব্যবহার করবে, তারপর ছেড়ে চলে যাবে। অতএব বিয়ের প্রয়োজন মনে করলে বিয়ে করতে পারেন। সেজন্যে খোঁজখবর করুন। কিন্তু এ সম্পর্ক থেকে বেরিয়ে এলেই আপনার মঙ্গল।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content