
Photo by EKATERINA BOLOVTSOVA on <a href="https://www.pexels.com/photo/arranged-paper-clips-around-an-eraser-6192337/" rel="nofollow">Pexels.com</a>
প্রশ্নঃ মেধা কী? কীভাবে তা অর্জন করা যায়, ব্যাখ্যা দিলে কৃতজ্ঞ হবো।
উত্তরঃ মেধা ও প্রতিভা হচ্ছে বিশুদ্ধ সম্ভাবনা। প্রত্যেকেরই কিছু কিছু ব্যাপারে সহজাত আগ্রহ থাকে, কিছু কিছু কাজ করতে ভালো লাগে। এই আগ্রহ যেমন স্বতঃস্ফূর্ত হতে পারে আবার অনুপ্রেরণাজাত হতে পারে। এটাই একজন মানুষের গুণ বা বৈশিষ্ট্য বলে বিবেচিত হয়। এই গুণ বা বৈশিষ্ট্যই হচ্ছে মেধা। অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে কোনো কাজ বা বিষয়ের প্রতি আকর্ষণ বোধ করাটাই হচ্ছে ঐ বিশেষ ব্যাপারে তার মেধা।
এটাকে যখন মানুষের কল্যাণে ব্যবহার করা হবে তখন সেটা সেবায় রূপান্তরিত হবে। প্রতিটি মানুষের মধ্যেই অফুরন্ত মেধা সুপ্ত আছে। স্বতঃস্ফূর্ত আগ্রহ বা অনুপ্রাণিত হয়ে এটি বিকশিত হতে পারে। আর ক্রমাগত অনুশীলনে যা অর্জন হয় সেটা হচ্ছে দক্ষতা।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড