Business Care News

News That Matters

kiss mark, collar, man

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১৬০: ইন্টারনেটে পরকীয়া

প্রশ্নঃ অনেক বিবাহিত মানুষকে দেখা যায় ইন্টারনেটে বায়বীয় পরকীয়া করে আসছেন। অনেকে এই নিয়ে তাদের সংসার পর্যন্ত ধ্বংস করে দিয়েছেন। এই বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি।


উত্তরঃ আমরা দোয়া করি, তারা যেন এই ভুল পথ থেকে, বিভ্রান্তি থেকে, বিকৃতি থেকে ফিরে আসে। কারণ এটা আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারার চেয়েও ক্ষতিকর। নিজের পায়ে নিজে কুড়াল মারলে তো একসময় ব্যথা টের পেয়ে কুড়াল বন্ধ হয়ে যায়। কিন্তু এই বায়বীয় পরকীয়া একজন মানুষকে ভেতর থেকে নষ্ট করে দেয়। এবং এখান থেকে শেষ পর্যন্ত পাওয়ার নেই কিছুই।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content