
প্রশ্নঃ মানুষের কোন গুণকে বা কী ধরনের কাজকে মেধা হিসেবে ধরা হয়? একজন যদি ভালো ছাত্র/ ছাত্রী না হয়ে থাকে এবং দৃশ্যত তেমন কোনো বিষয়ে দক্ষ না হয়ে থাকে, সে কীভাবে নিজের মেধাকে শনাক্ত করবে?
উত্তরঃ মেধা কোথায় আছে এটা আপনাকেই খুঁজে বের করতে হবে। যেমন, আমাদের কোয়ান্টাম ল্যাবের অনারারি পরিচালক প্রফেসর ডা. ইউনুস। ছোটবেলায় তার পরিবার তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে, তিনি মাদ্রাসায় পড়বেন না। পালিয়ে গেলেন। বেশ দূরের আরেক থানা শহরে গিয়ে দেখা হলো এক শিক্ষকের সঙ্গে। তিনি দেখেই বুঝলেন তার অবস্থা, স্কুলে ভর্তি করিয়ে দিলেন। লজিংয়ের ব্যবস্থা করে দিলেন। শুরু হলো তার স্কুলজীবন। আইএ পরীক্ষায় মেধাতালিকায় সেকেন্ড হলেন। ভর্তি হলেন এমবিবিএস-এ। সেখানেও অনার্স নিয়ে ফার্স্টক্লাস। দেশের বাইরেও পড়াশোনা করতে গেলেন স্কলারশিপ নিয়ে। এখন দেশের একজন কৃতী রক্তরোগ বিশেষজ্ঞ। অর্থাৎ আপনার মেধা শনাক্ত করতে হবে আপনাকেই। আপনার মা-বাবা-ভাই-বোন চাইলে হবে না।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড