প্রশ্নঃ সম্মান ও সম্পদ একই না আলাদা?
উত্তরঃ সম্পদ বলতে যদি শুধু অর্থকেই বোঝানো হয়, তাহলে বলতে হবে এই সম্পদ এবং সম্মান এক নয়। কারণ অনেক অর্থ থাকার পরও একজনের সম্মান না-ও থাকতে পারে। আবার প্রচুর অর্থ নেই, কিন্তু সম্মান আছে এমনও হতে পারে। কিন্তু সম্পদ মানে শুধু অর্থ নয়। সম্পদ যে-কোনো জিনিস হতে পারে—একটি ভালো কথা সম্পদ হতে পারে, ভালো আচরণ সম্পদ হতে পারে। যে কথা মানুষের জীবনে কল্যাণ নিয়ে আসে, সেটি কি সম্পদ নয়? ‘রেগে গেলেন তো হেরে গেলেন’—এ কথাটি কি সম্পদ নয়? আবার অর্থকে ভালো কাজে ব্যবহার করা হলে তা-ও সম্পদ। অর্থাৎ যখন মেধা সেবায় রূপান্তরিত হয় তখন সম্পদ বাড়ে। সে সম্পদ সুনাম হতে পারে, দোয়া হতে পারে, অর্থ হতে পারে, সহায়-সম্পত্তি হতে পারে।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড
Related Posts
Q&A Series – Episode 292: Failure is the pillar of success!
Q&A Series – Episode 291: What exactly is visualization?
Q&A Series – Episode 290: How does visualization work?