Business Care News

News That Matters

ai generated, mother, baby

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১৭১: সন্তান না হওয়া

প্রশ্নঃ আমার বিয়ে হয়েছে নয় বছর। এখনো বাচ্চা হচ্ছে না। টেস্টটিউব বেবির জন্যে চেষ্টা করে দুবার নেগেটিভ ফল এসেছে। আমি সিদ্ধান্ত নিতে পারছি না যে, টেস্টটিউব চিকিৎসার জন্যে ব্যাংকক যাব, না সিঙ্গাপুরে যাব?


উত্তরঃ টেস্টটিউব বেবির জন্যে কোথায় যাবেন, এটা আপনাদের ব্যাপার। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ হলো বাস্তব বিবেচনা, কোথায় চিকিৎসার ব্যবস্থা ভালো আছে ইত্যাদি। তবে সবসময় মনে রাখবেন, এটা সর্বশক্তিমান আল্লাহর ফয়সালা। তিনি আল কোরআনে স্পষ্টভাবে বলেছেন,

‘মহাকাশ ও পৃথিবীর একচ্ছত্র আধিপত্য আল্লাহর। তিনি যা ইচ্ছা করেন, তা-ই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন। যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয়ই দান করেন। যাকে ইচ্ছা তাকে সন্তানহীন করে রাখেন। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।’

(সূরা শুরা : ৪৯-৫০)

আসলে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যে করেন। সন্তান যদি সুসন্তান হয় তো খুব ভালো। আর সন্তান খারাপ হলে শান্তি নষ্ট করার জন্যে একটাই যথেষ্ট। যত শোকরগোজার থাকবেন, তত আপনি ভালো থাকবেন। প্রার্থনা করবেন, যা আপনার জন্যে মঙ্গলজনক, যেন সে সিদ্ধান্ত নিতে পারেন।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content