প্রশ্নঃ নিজেকে ভালবাসতে পারলে অন্তর্গত শক্তিকে জাগ্রত করা যায়। সকল পরিবর্তনের এই হচ্ছে শুরু। আমার প্রশ্ন নিজেকে ভালবাসবো কীভাবে? কী করলে নিজেকে ভালবাসা যায়।
উত্তরঃ নিজের গুণগুলোকে চিন্তা করবেন এবং নিজের এই গুণগুলোর জন্যে সবসময় শোকরগোজার হবেন যে, প্রভু, তুমি আমাকে এই গুণ দিয়েছো, তোমার কত দয়া। এখন আমাকে বলে দাও যে, আমি কীভাবে এই গুণগুলোকে কাজে লাগাতে পারি। এই গুণগুলোকে আপনি কীভাবে কাজে লাগাতে পারেন মেডিটেশনে গিয়ে চিন্তা করবেন। এবং আপনি অবশ্যই নিজেকে ভালবাসতে শুরু করবেন এবং আপনার মধ্যে পরিবর্তন সূচিত হবে।
আসলে একজন মানুষ হতাশায় ভোগে কখন? যখন সে নিজেকে অভাগা মনে করে। যখন সে মনে করে যে, তার কোনো গুণ নেই বা তার গুণের কেউ কোনো কদর করছে না। তারপরে সে হীনম্মন্যতায় ভোগা শুরু করে। হীনম্মন্যতা থেকে হতাশা আসে। কিন্তু যখনই আপনি আপনার গুণের জন্যে শোকরগোজার হবেন তখনই দেখবেন যে, প্রভুর রহমত আপনার ওপরে আসবে এবং আপনি গুণকে বেশি বেশি ব্যবহার করতে পারছেন।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড