Business Care News

News That Matters

ai generated, nature, honey

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১৮২: অপ্রিয় সত্য কথা কিভাবে বলবেন

প্রশ্নঃ আমার প্রশ্ন হচ্ছে গুরুজী আপনি এক বার বলেছিলেন, সবসময় সহজ সত্যকে জানতে হবে বুঝতে হবে এবং অন্যকেও তা বলতে হবে। জীবনের নৈতিকতাপূর্ণ যে কোনো বিষয়ে কথা বলা যায় কিন্তু কিছু অপ্রিয় সত্য কথাকে মানুষ সহ্য করতে পারে না। যে বলবে তাকে শত্রু ভাবে। এক্ষেত্রে কী করণীয়।


উত্তরঃ আসলে সহজ সত্য কথাও সবসময় বলার প্রয়োজন নেই। যে কথাটা নির্মম সত্য যেটা বললে অন্যের কোনো উপকার নেই- সেই সত্য বলাটা অপ্রয়োজনীয়। যেমন, একজন লোক তার দুই চোখ নেই। এখন আপনি যদি তাকে সহজ সত্য বলেন যে, এই ব্যাটা তুই তো অন্ধ, তোর তো দুই চোখ নেই। আপনি কিন্তু সহজ সত্য বললেন। কিন্তু এটা তার মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। অতএব সত্যটাও বুঝে শুনে বলতে হবে। সত্যটাও ইতিবাচকভাবে, সুন্দরভাবে বলা যায়। সত্যকে এমনভাবে বলা যায় যেটা অন্যকে যঁৎঃ করবে না। কিন্তু আমরা সত্য বলতে গিয়ে অধিকাংশ সময়ে যাকে বলছি তাকে প্রতিপক্ষ বানিয়ে সত্য বলি। তাকে প্রতিপক্ষ বানানোর প্রয়োজন নেই। সুন্দরভাবে যদি সত্যটা বলেন এই সত্যটা বুঝতে সে চেষ্টা করবে। আর প্রথমেই যদি তাকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেন আপনার সত্য বোঝার চেষ্টা সে কখনো করবে না। অতএব সত্যটাকে সুন্দরভাবে মিষ্টিভাবে বলবেন। আর সত্য যদি করা হয় তাতে মিষ্টির প্রলেপটা আরও বেশি করে দেবেন যাতে খাওয়ার সময় মিষ্টি লাগে।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content