Business Care News

News That Matters

people, group, silhouettes

ছবি: সংগ্রহীত

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১৯ঃ যৌথ ব্যবসার মানসিকতা

প্রশ্নঃ আমরা চারজন মিলে ব্যবসা করার সব প্রস্তুতি শেষ। এর মধ্যে দুই জনের মানসিকতা হলো মেরে খাওয়া। একজনের দোষ আরেকজনের ওপরে চাপিয়ে দেয়া। বুঝিয়ে কিছু বলতে পারছি না। সরে এলে আমার টাকাপয়সার সমস্যা হবে। এতে করণীয় কী?


উত্তরঃ আপনারা চারজন। এখন এই দুইজন মিলে কাকে মারছে? তৃতীয় জনকে। এই তৃতীয়জনকে যখন মারা শেষ হবে, এরপরে কাকে ধরবে? আপনাকে ধরবে। আপনার টাকাপয়সা মারা যাবে—এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। কায়দা-কৌশল করে যতটা উঠিয়ে নিয়ে আসতে পারেন সেটাই ভালো। কারণ অসৎ সঙ্গে যখনই আপনি যাবেন, সর্বনাশ হবে আপনার। যে কারণে বলা হয় অসৎ সঙ্গে সর্বনাশ।

সুত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content