Business Care News

Business News That Matters

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ৩৩ঃ সিদ্ধান্ত গ্রহণ

প্রশ্নঃ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন সিদ্ধান্তকে বেশি প্রাধান্য দেবো? যদি দুটি সিদ্ধান্তের মাঝে একটিকে গ্রহণ করতে হয় এবং কোন কোন দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেব?


উত্তরঃ খুব সহজ। যে সিদ্ধান্তটি আপনি নিতে চাচ্ছেন তাকে দুটি ভাগে ভাগ করুন-বামপাশে সুবিধা অর্থাৎ এ সিদ্ধান্তটা নিলে আপনার কী কী লাভ হবে আর ডানপাশে অসুবিধা অর্থাৎ এ সিদ্ধান্তটা নিলে আপনার কী কী ক্ষতি হবে। এবার এই পয়েন্টগুলোর মধ্যে তুলনা করুন যে, লাভের তুলনায় ক্ষতি কি বেশি না কম। যদি মনে হয় বেশি, তাহলে সিদ্ধান্তটি নেবেন না। আর যদি মনে হয় কম, তাহলে নেবেন। কারণ এটাই সঠিক সিদ্ধান্ত। আসলে এই সিদ্ধান্ত নিতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে আছে-সিদ্ধান্ত না নিয়ে এক ধরনের আনন্দ পায় এবং এরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে চায় না। এরা চায়, আরেকজন সিদ্ধান্ত দিয়ে দিক। বলে, এ কাজটা তো করতে চাই, কিন্তু আরেকজন বলে দিক, তাহলে করবো। কারণ, যদি কোনোরকম অসুবিধা হয় তাহলে যেন বলতে পারে-অমুকে বলেছিলো, আমি তো চাই নি। অর্থাৎ দোষটা যেন তার ওপরে চাপিয়ে দিতে পারে। আর ভালো হলে বলে, দেখ, আমার সিদ্ধান্ত কত সঠিক। আসলে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। প্রয়োজনে শুভানুধ্যায়ীদের পরামর্শ আপনি নিতে পারেন, কিন্তু মনে রাখবেন-জীবন আপনার, সিদ্ধান্তও আপনাকেই নিতে হবে। ঠিক সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে; ভুল যদি নিয়ে থাকি, আমিই নিয়েছি, আমিই এর মোকাবেলা করবো। প্রতিটি সফল মানুষ সবসময় নিজের দায়িত্ব নিজে নিয়েছেন। কখনো অন্যের ওপর দায়িত্ব চাপিয়ে দেন নি-নিজের সাফল্যেও না, ব্যর্থতায়ও না। অতএব সফল মানেই সবক্ষেত্রেই সফল নয়। ইতিহাসে যত সফল মানুষ আছেন, সবক্ষেত্রে কিন্তু তারা সফল নন। যেমন, একজন সফল ব্যবসায়ী কিন্তু সব ব্যবসায়ে সফল হন না-অধিকাংশ ক্ষেত্রে সফল হন। যদি দশটা ব্যবসা করেন, তার মধ্যে সাতটাতে তিনি সফল আর বাকি তিনটাতে হয়তো ব্যর্থ। তবে সফল তাদেরকে বলা হয়, যারা অধিকাংশ ক্ষেত্রে সফল। তিনি তার সাফল্য বা ব্যর্থতার দায়িত্ব কারো ওপরে চাপিয়ে দেন না, তিনি নিজে নেন। একজন লিডার একজন সফল মানুষ। আপনি যদি লিডার হতে চান, আপনাকে দায়িত্ব নিতে শিখতে হবে-নিজের এবং অন্যদের, সাফল্য এবং ব্যর্থতা-দুয়েরই। তাহলেই আপনি সফল হতে পারবেন। কারণ যে ঝুঁকি নেয়, সফল হওয়ার সম্ভাবনা তারই বেশি থাকে।

সুত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content