প্রশ্নঃ যত বড় ব্যবসায়ী/ কর্মকর্তা হোক না কেন পার্টনার বা বন্ধুদের সাথে জরুরি কথা/ কাজ শেষ করে একজন স্বামী/ বাবার বাসায় ফিরতে প্রতিদিন কমপক্ষে কয়টা বাজা উচিত?
উত্তরঃ এটা বলা খুব কঠিন। এটা কাজের ধরনের ওপর নির্ভর করে যে, কার ব্যস্ততা কতটুকু। সেটা হতে পারে কাজের প্রয়োজনে-ব্যবসায়িক বা সাংগঠনিক প্রয়োজন। অর্থাৎ কাজের প্রয়োজনে বাইরে থাকা আর শুধু আড্ডা দেয়ার জন্যে বাইরে থাকা-এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে।
আর আড্ডা দেয়ার জন্যে অবশ্যই বাইরে থাকা উচিত নয়। অবশ্য অনেক স্বামীই আছে স্ত্রীকে বাসায় সময় না দিয়ে বাইরে শুধু শুধুই বসে আড্ডা দেয়। এরা আসলে মারাত্মক ভুল করে। এ ভুল পরবর্তীতে এদের জীবনে অশান্তির ঝড় বয়ে আনে। অতএব এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।