Business Care News

News That Matters

family, love, father

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ৫৩ঃ মা-বাবা দুজনই যখন কর্মজীবী

প্রশ্নঃ আমি একজন ব্যাংকার, আমার স্বামী একজন ব্যবসায়ী। আমরা দুজনই যথাসাধ্য আমাদের সন্তানদের সময় দিচ্ছি। আমাদের বড় ছেলে এবার পিইসি পরীক্ষা দেবে। কিন্তু পড়ালেখায় তার কোনো মনোযোগ নেই। আমি প্রতিদিন অফিসে যাওয়ার আগে এবং আসার পরে তাকে পড়ালেখায় সময় দেই কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। তার কোরআন শিক্ষা শেষ হয়েছে। কিন্তু এরপর অনেকবার বলার পরেও তাকে কোরআন পাঠ করাতে পারছি না। শিক্ষকরা প্রতিদিন ক্লাসে তার অমনোযোগিতার অভিযোগ করেন। এই অবস্থায় কী করতে পারি?


উত্তরঃ সমস্যাটা হচ্ছে সে কোরআন শরীফ পড়ছে, কিন্তু বুঝতে তো পারছে না। তার আগ্রহ সৃষ্টি হবে কীভাবে? তাকে বাংলা মর্মবাণী পড়তে দিন। পড়তে পড়তে তার কৌতূহল সৃষ্টি হবে। আর তাকে আপনি মুখস্থ পড়াতে চাচ্ছেন। মুখস্থ তো সে বোঝে না। এর চেয়ে অনেক আকর্ষণীয় জিনিস তো সে আশেপাশে দেখছে।

তাই আগে তার আগ্রহ সৃষ্টি করতে হবে। সন্তানের খেলার সঙ্গী হয়ে যান। যখনই সময় পাচ্ছেন, তার সাথে এমন কিছু কাজে জড়িয়ে পড়ুন যে কাজে তার আগ্রহ আছে। তার আগ্রহের কাজে যখন আপনি তাকে সহযোগিতা করবেন তখন পড়াশোনার প্রতিও তার আগ্রহ সৃষ্টি হবে।

সুত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content