প্রশ্নঃ আমি লেখাপড়ায় বেশি অগ্রসর হতে পারি নি, এইচএসসি পর্যন্ত পড়েছি। তাই বর্তমান বাজারে চাকরি পাওয়ার মতো সার্টিফিকেট আমার নাই। তাছাড়া চাকরির ব্যাপারে আমি প্রথম থেকেই আগ্রহী ছিলাম না এবং আমাদের শিক্ষাব্যবস্থাই আমাকে লেখাপড়ায় উৎসাহ যোগাতে পারে নি। এখন স্রষ্টা যেহেতু পৃথিবীতে প্রেরণ করেছেন এবং কিছুদিন আমাকে এখানে থাকার সুযোগ দিচ্ছেন, সেহেতু এই থাকাকালীন সময়ে জীবনযাপনের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে হবে।
উত্তরঃ আসলে জীবিকা বা সাফল্যের জন্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা কিছু বাড়তি সুবিধা নিয়ে আসে নিঃসন্দেহে। ভালো ডিগ্রি থাকলে আপনি জীবনের প্রতিযোগিতায় একধাপ এগিয়ে থাকবেন। অর্থাৎ আপনি দৌড়টা শুরু করবেন সামনে থেকে। কোনো কারণে প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলে সেটা সাফল্যের ক্ষেত্রে বাধা, কিন্তু অলঙ্ঘনীয় বাধা মোটেই নয়। একধাপ পেছন থেকে শুরু করেও আপনি দুই ধাপ এগিয়ে যেতে পারেন, কারণ পৃথিবী অনেক বড়। বরং ডিগ্রি না থাকাটাও কোনো কোনো ক্ষেত্রে ভালো। কারণ তখন একজন মানুষকে পুরোপুরি তার মেধা ও শ্রমের ওপর নির্ভর করতে হয়। কেউ যখন তার নিজের শ্রমের ওপরে আস্থা স্থাপন করে, কিছু না থাকার পরেও সে উঠে যায়। যেমন শিল্পপতি গুল বক্স। গুল টেক্সটাইল এবং গুল বক্স জুট মিলের মালিক ছিলেন। ডেমরায় বিশাল কারখানা। কোটি কোটি টাকার ব্যবসা। কিন্তু তিনি চেক কাটতেন টিপসই দিয়ে। আকিজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা আকিজ মিয়া জীবন শুরু করেছিলেন বিড়ি শ্রমিক হিসেবে। চুং জু জুং-কোরিয়ার হুন্দাই কর্পোরেশনের মালিক-তারও কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলো না। অতএব, সবসময় মনে রাখবেন, কোনোকিছুই জীবনে প্রথম হওয়ার পথে অলঙ্ঘনীয় বাধা নয়, শুধু একটা চ্যালেঞ্জ মাত্র। এই বাধাটাকে যদি আপনি চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন, পেছন থেকে শুরু করেও দৌড়ে আপনি সবাইকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারেন।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড
Related Posts
Q&A Series – Episode 292: Failure is the pillar of success!
Q&A Series – Episode 291: What exactly is visualization?
Q&A Series – Episode 290: How does visualization work?