Business Care News

News That Matters

wedding rings, engagement rings, marriage

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ৮৯: এনগেজমেন্টের যৌক্তিকতা

প্রশ্নঃ দুই মাস আগে পারিবারিকভাবে একটি ছেলের সাথে এনগেজমেন্ট হয়। প্রথমে সব ভালো মনে হলেও এখন সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আজেবাজে গালিগালাজও করে।


উত্তরঃ আসলে বিয়ের ক্ষেত্রে এই যে এনগেজমেন্ট, এটার কোনো যৌক্তিকতা নেই। এটা পয়সা খরচ করার একটা বড়লোকি বাহানা। যেমন, বিদেশে বিড়ালেরও বিয়ে দেয়া হয়। যার কোনো খরচ করার জায়গা নাই, সে বিড়ালের বিয়েতে খরচ করে। আর এনগেজমেন্টের পরে এখনই যদি দুর্ব্যবহার শুরু হয়, তো বিয়ের পরে কী হবে? এ ব্যাপারে আগে থেকেই সতর্ক থাকা বাঞ্ছনীয়।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content