Business Care News

Business News That Matters

wedding, photoshoot, bangladesh

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১১৫: বিয়ের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি

প্রশ্নঃ আমার পরিবার যখন আমার জন্যে ছেলে দেখে তখন শুধু টাকাপয়সার বিষয়ে গুরুত্ব দেয়। কিন্তু ছেলে শিক্ষিত নয় এবং তাদের দৃষ্টিভঙ্গির সাথেও আমার মিল হচ্ছে না। এসব ক্ষেত্রে আমি যদি বলি ‘আমার পছন্দ না’, তাহলে খুব খারাপ ব্যবহার করে। বলে, ওদের অনেক টাকা আছে, না করছ কেন? এ অবস্থায় আমি কী করব, তাদের মতকে কি প্রাধান্য দেবো?


উত্তরঃ আসলে বিয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, মানুষটা গুরুত্বপূর্ণ। তার শিক্ষা, কালচার, পারিবারিক পরিবেশটা গুরুত্বপূর্ণ। টাকা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়। কিন্তু সুখ বা শান্তি কেনা যায় না। আপনি যদি সুখ চান, শান্তি চান তাহলে ছেলে কেমন এটা দেখবেন। আর এজন্যে যদি কিছু শুনতে হয় তো এখন শুনে নেয়া ভালো, বিয়ের পরে শোনার চেয়ে। বিয়ের পরে যদি সমস্যা হয়, তখন তো আর যাওয়ার জায়গা থাকবে না। তাই মা-বাবা যখন টাকার কথা বলে তখন আপনি আপনার দৃষ্টিভঙ্গির কথা স্পষ্ট করে তাদেরকে বলুন। কিন্তু অবশ্যই বিনয়ের সাথে বলবেন।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content