প্রশ্নঃ আমি যেখানে অপমানিত, প্রতারিত হই সেখানেও কি রাগ দমন করব। ক্ষমা করে দিলে কি আমারই ক্ষতি হবে না? সে তো আবার একই কাজ করতে পারে।
উত্তরঃ অপমানের কী আছে! আপনি নিজে অপমানিত হতে না চাইলে কেউ অপমান করতে পারবে না।
আর প্রতারিত—আপনি যদি মনে করেন কেউ আপনাকে প্রতারিত করেছে আপনি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। এটা আপনার অধিকার। ঠান্ডা মাথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। কিন্তু রাগ করাটা আপনার জন্যে ক্ষতিকর। কারণ প্রতারিত যা হওয়ার তা হয়ে গেছেন। এখন আপনার রাগ আপনাকেই ক্ষতিগ্রস্ত করবে। সেটা নিয়ে যত আফসোস করবেন আপনি তত পিছিয়ে যাবেন।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড