Business Care News

News That Matters

Old-young-hands

Image by Sabine van Erp from Pixabay

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১৪১: বিয়ের পরে দূরে থেকেও মা-বাবার প্রতি দায়িত্ব পালন

প্রশ্নঃ বিয়ের পরে জীবিকার প্রয়োজনে মা-বাবার কাছ থেকে দূরে থেকেও তাদের প্রতি আত্মিক ও অর্থনৈতিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হলে সেটা কি অবিদ্যা হবে?


উত্তরঃ জীবিকার প্রয়োজনে বাস্তব কারণে মা-বাবার কাছ থেকে দূরে থাকতে হতে পারে। সে-ক্ষেত্রে আপনি ছেলে হলে মা-বাবার আর্থিক প্রয়োজন ও দেখাশোনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অবশ্যই আপনার দায়িত্ব। নিয়মিত যোগাযোগ ও তাদের জন্যে দোয়া আপনার মানসিক প্রশান্তি বাড়াবে।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content