Business Care News

Business News That Matters

woman, asian, model

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১৪৪: সম্পর্কের ক্ষেত্রে আর্থিক লেনদেনের ভূমিকা

প্রশ্নঃ সম্পর্কের ক্ষেত্রে আর্থিক লেনদেনের কি কোনো ভূমিকা নেই?


উত্তরঃ প্রয়োজনের সম্পর্ক যেটা সেখানে আর্থিক অনেক কিছুই আছে। যেমন কন্ট্রাক্টারের প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার সাহেবকে। ইঞ্জিনিয়ার সাহেবের প্রয়োজন আছে কন্ট্রাক্টরকে। বসের প্রয়োজন আছে কর্মচারীকে, কর্মচারীর প্রয়োজন আছে বসকে, সে সব ক্ষেত্রে সম্পর্ক উন্নত করা সম্ভব। অবশ্যই সম্ভব। আপনি দেখবেন যে, আপনি বেশি অফার দেয়ার পরও ইঞ্জিনিয়ার এমন একজনকে কাজ দিলেন যার কাছ থেকে উনার বেনিফিট কম হবে। কেন দিলেন তাকে? সম্পর্কের জন্যে। এরকম প্রচুর ঘটনা ঘটে আমাদের জীবনে। যেমন একজন যখন খুব অল্প পয়সায় কাজ করিয়ে নিয়ে আসেন। আরেকজন বেশি পয়সা দিয়েও কাজ করাতে পারেন না। আবার আরেকজন যাচ্ছেন বিনা পয়সায় কাজ করিয়ে নিয়ে আসছেন। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে হাসি। যে আপনি তাকে কতটুক এক্সেপ্ট করছেন। আপনি তাকে কতটুকু সমাদর করছেন। ঐ যে আমরা প্রথম বলেছিলাম। আমরা একজনের কাছ থেকে সেই ব্যবহারই পেতে পারি নিজে যদি সেই ব্যবহার করি তাহলেই তার কাছ থেকে সে ব্যবহার পাবো। আমি নিজে করবো না তার কাছ থেকে চাইবো? হবে না। আমি আগে নিজে করবো তাহলেই সে করবে।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content