Business Care News

Business News That Matters

ai generated, pen, ink

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১৮০: সদাচরণ কি দুর্বলতা

প্রশ্নঃ আমি নেপথ্যে থেকে ও সদাচারী হয়ে আমার হাসপাতালে কাজ করি। আর আমার ক্লিনিক্যাল এসিসট্যান্ট বেশি মাত্রায় সদাচারী। অনেক ইন্টার্নি ডাক্তার এই সুযোগে ঢিলেমী দিতে চায়। কীভাবে সামলাবো? সদাচরণকে অনেকে দুর্বলতা মনে করে।


উত্তরঃ আসলে সদাচরণ এবং দুর্বলতা এক জিনিস নয়। সদাচারী হয়েও কিন্তু অনেক কঠিন হওয়া যায়। কিছুই নয়, যখন ঢিলেমী দিচ্ছে বিনয়ের সাথে তাকে লাভ লেটার অর্থাৎ শো-কজ পাঠিয়ে বলুন, এটা পাঠানো ছাড়া আমার আর কোনো উপায় ছিলো না। তাকে বলুন যে, এ কাজটা এভাবে না করলে লাভ লেটার আসবেই। যত সুন্দর ভাষা ব্যবহার করা যায় সে ভাষায় শো-কজ লেটার লেখা। কারণ সদাচরী মানে এই নয় যে তার অন্যায়কে আপনি মেনে নেবেন। তাকে শাস্তি পেতে হবে কিন্তু আপনি কোনো দুর্ব্যবহার করবেন না। ফাউন্ডেশনে আগে বকাঝকা হতো, চাকরি চলে যাওয়ার কথা বলা হতো। এখন ৩ দিনের মধ্যে শো-কজ করতে বলা হয়। আর সামনাসামনি দেখা হলে দুঃখ প্রকাশ করে বলি প্রতিষ্ঠানের নিয়ম মানা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এভাবে সে কিন্তু আপনার উপর রাগও করতে পারবে না। একজন খুন করলো। তাকে তো ফাঁসিতে চড়াতেই হবে। তারপরও আদব-কায়দা অনুসারে আপনি আচরণ করবেন।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content