Business Care News

News That Matters

woman in black leather jacket sitting on brown wooden floor

Photo by MART PRODUCTION on Pexels.com

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১৯৬: অতৃপ্তি বা অশান্তির কারণ

প্রশ্নঃ যে জিনিসগুলো আমাকে সুখ এনে দেবে ভেবেছিলাম, তা পেয়েও এখন আমার তৃপ্তি নেই। কেন?


উত্তরঃ আসলে অতৃপ্তি বা অশান্তির এটাই প্রথম কারণ। কোনো কিছু পাওয়ার পর আমরা তার জন্যে শুকরিয়া প্রকাশ করি না। বরং আমরা ‘কী নাই’ সেটা নিয়েই চিন্তা শুরু করি। কী নাই, সেই চিন্তাটা আমাদেরকে ব্যস্ত করে রাখে। যদি এভাবে শুরু করি যে, কী আছে—তাহলে কিন্তু অশান্তি অনেক কমে যায়। কারণ, যা আছে তা দিয়ে শুরু করতে হবে যা নেই তা অর্জন করার প্রচেষ্টায়। কী আছে আমার?

আসলে একজন মানুষের শান্তি পাওয়ার জন্যে যা যা প্রয়োজন আপনি দেখবেন—অন্য অনেকের তুলনায় তা আপনার অনেক বেশি আছে। দুচোখ দিয়ে দেখতে পারছেন, মুখ দিয়ে কথা বলতে পারছেন, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারছেন। তারপরে মুখ দিয়ে খেতে পারছেন, দাঁত দিয়ে চিবুতে পারছেন, হাত দিয়ে কাজ করতে পারছেন, হাতটাকে ইচ্ছামতো নাড়াতে পারছেন।

আপনি চিন্তা করুন একটা রোবটের কথা। রোবটের একটা হাত নাড়াতে হলে তাকে কত কসরত করাতে হয়। তারপরও তার হাত নাড়ানো কখনোই মানুষের নাড়ানোর মতো সুন্দর নয়, স্বচ্ছন্দ নয়। পায়ের কথা চিন্তা করুন, আপনি দৌড়াতে পারছেন, হাঁটতে পারছেন, দাঁড়িয়ে থাকতে পারছেন। আপনি ইচ্ছা হলে হাসতে পারছেন। হাসির কথায় হাসতে পারছেন, কাঁদতে পারছেন, কী নেই আপনার? যে সফল মানুষগুলোর দিকে আপনি বিস্ময়াবিষ্ট হয়ে তাকিয়ে থাকেন, তাদের যা আছে, আপনারও ঠিক একই জিনিস আছে এবং এই জিনিসগুলো আপনি পেয়েছেন বিনামূল্যে। আমরা এগুলোর দিকে তাকাই না। আমরা শুরু করি যা নেই, সেটা দিয়ে। ফলে আমরা টেনশনে আক্রান্ত হই। সবসময় চিন্তা করতে হবে—কী আছে এবং এর সবচেয়ে ভালো ব্যবহার আমি কীভাবে করতে পারি!

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content