প্রশ্নঃ আব্বা-আম্মা আমার বিয়ের জন্যে যথেষ্ট চেষ্টা করছেন। তারা নিজেদের ইচ্ছা আমার ওপর চাপিয়ে দিতে চাচ্ছেন। আবার কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আমার আর তাদের পছন্দের মধ্যে অনেক ফারাক। আমাকে তাদের পছন্দের মধ্য থেকেই একজন মেয়েকে পছন্দ করতে হবে। গুরুজী, এ-ক্ষেত্রে কী করব বুঝতে পারছি না।
উত্তরঃ মা-বাবা যদি বাছাই করেন তাতে দোষের কিছু নেই। কিন্তু চূড়ান্ত নির্বাচনটা আপনাকে করতে হবে এবং আপনাকেও তার পছন্দ হতে হবে। মা-বাবা বাছাই করার পরেও যদি আপনার পছন্দ না হয়, বিনয়ের সাথে আব্বা-আম্মাকে বলবেন যে, পছন্দ তো হলো না, আরো দেখ। আপনি অপেক্ষা করতে থাকুন। যখন মা-বাবার পছন্দের সাথে আপনার পছন্দ মিলে যাবে-ব্যস, কবুল করে ফেলবেন। আব্বা-আম্মাকে বলবেন যে, আমার কষ্টটা আপনারা সহজ করে দিয়েছেন। তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন।
আর বিয়ের ব্যাপারে তরুণ-তরুণীদের বলি, নিজে না দেখে কখনো বিয়ে করবেন না। কারণ আপনি সংসার করবেন। প্রথম দেখাতেই যদি তার ব্যাপারে অনাগ্রহ জন্মায়, বিতৃষ্ণা জন্মায়, তাহলে সংসার করা খুব কঠিন। ছেলে হোন অথবা মেয়ে, মা-বাবা যতই দেখুক, আপনি নিজে না দেখে বিয়ের সিদ্ধান্ত নেবেন না।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড
Related Posts
Q&A Series – Episode 292: Failure is the pillar of success!
Q&A Series – Episode 291: What exactly is visualization?
Q&A Series – Episode 290: How does visualization work?