প্রশ্নঃ কর্মজীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় কর্মসন্তুষ্টি। শুধু টাকার জন্যে কাজ করতে চাই না তা সে চাকরি বা ব্যবসা যা-ই হোক। কাজ করতে চাই মনের আনন্দে। যা করার পর মনে হবে, ‘হাঁ, কাজ করেছি’। সিদ্ধান্তহীনতাই বড় সমস্যা।
উত্তরঃ আসলে কাজ না করা পর্যন্ত বোঝা যাবে না—মনের আনন্দে করছেন, না মনের দুঃখে করছেন। আগে কাজ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা করবেন না। সিদ্ধান্তহীনতা যত থাকবে, তত সময় নষ্ট হবে এবং একটা সময় দেখা যাবে যে, কিছুই করছেন না। অতএব সিদ্ধান্ত নিতে নিতে বয়স পার করে দেবেন না। সময় থাকতে সিদ্ধান্ত নেবেন।