
প্রশ্নঃ ব্যাংকের টাকার সুদ বা মুনাফা নেয়া যাবে কি না?
উত্তরঃ আসলে আমরা যে কত ধর্মের নামে বিভ্রান্ত হই!
পুরো আন্তর্জাতিক ব্যবসা হচ্ছে এখন সুদনির্ভর। পুরো আন্তর্জাতিক ব্যাংক হচ্ছে সুদনির্ভর। সমস্ত ব্যবসা হচ্ছে সুদনির্ভর।
আপনি একা সুদ ছাড়া থাকবেন কীভাবে! আর আপনি ব্যাংকে টাকা জমা দিয়ে যদি সুদ না নেন, তাহলে আপনি শোষকের হাত শক্তিশালী করলেন। সে কি এই টাকাটা কী করবে! দান খয়রাত করবে? সে এই টাকাটা আরো শোষণের কাজে লাগাবে।
তো যে আপনাকে শোষণ করছে তার কাছে সুদের টাকা না রেখে কী করবেন? শোষিতের জন্যে এটা ব্যয় করবেন। আলোকিত মানুষ গড়ার জন্যে ব্যয় করবেন।