প্রশ্নঃ অনেক সময় সম্পর্ক উন্নয়নের জন্যে গিফট দিতে হয়। এ ক্ষেত্রে কী করণীয়? ব্যবসায়িক প্রয়োজনে কি উপহার দেয়া যাবে?
উত্তরঃ সম্পর্ক উন্নয়নের জন্যে যদি গিফট দিতে হয়, তাহলে বুঝতে হবে—সে সম্পর্ক কোনোদিনই উন্নত হবে না। কারণ সম্পর্ক হচ্ছে একটি আত্মিক ব্যাপার, মানসিকভাবে পারস্পরিক বোঝাপড়ার ব্যাপার। বস্ত্তর আদান-প্রদান সেটাকে বাড়াতে পারে না। যেমন, সম্পর্ক উন্নয়ন হবে মনে করে আপনি একজনকে দামি একটা গিফট দিলেন। কিন্তু সেটা পেয়ে সে হয়তো ভাবতে শুরু করল, এত দামি একটা গিফট আমাকে কেন দিলো! নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। এরপর থেকে সে হয়তো আপনার ব্যাপারে সন্দেহপ্রবণ হয়ে যোগাযোগ আরো কমিয়ে দিতে পারে। অর্থাৎ সম্পর্ক উন্নয়নের বদলে সম্পর্কের আরো অবনতি ঘটতে পারে। কাজেই গিফট কখনো সম্পর্ক সৃষ্টি বা বৃদ্ধির উপায় নয়। আর ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের জন্যে যা দেয়া হয় সেটা গিফট নয়। সেটা এক ধরনের ঘুষ বা বিনিয়োগ।