প্রশ্নঃ আমি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন একটি মোবাইল কোম্পানিতে চাকরি করছি। এই যোগ্যতা নিয়ে আমি কী ধরনের স্বাধীন পেশায় যেতে পারি? স্বাধীনভাবে কী কাজ করতে পারি যাতে সমাজ ও দেশ উপকৃত হবে আর আমার শিক্ষাও কাজে লাগবে?
উত্তরঃ আপনার চেয়ে অনেক কম যোগ্যতা নিয়ে বহু মানুষ স্বাধীন পেশায় নিয়োজিত আছে। বরং বলা যেতে পারে নিজস্ব ব্যবসা বা প্রতিষ্ঠান যারা গড়েছেন তাদের অধিকাংশই খুব কম প্রাতিষ্ঠানিক যোগ্যতা নিয়ে শুরু করেছিলেন। আমাদের দেশে স্বাধীন পেশায় লক্ষ লক্ষ মানুষ আছে যারা হয়তো নিজের নাম স্বাক্ষর ছাড়া আর কিছু করতে পারে না। আর আপনি তো একজন ইঞ্জিনিয়ার। আপনার যে যোগ্যতা রয়েছে তা দিয়েই স্বাধীন পেশায় যাওয়া যেতে পারে। কিন্তু সেটা নিজেকেই খুঁজে বের করতে হবে যে, আমি কী করতে পারি, আমি আমার এই যোগ্যতাকে কীভাবে কাজে লাগাতে পারি। এটা প্রত্যেকটা মানুষের নিজেরই খুঁজে বের করার বিষয়।