
প্রশ্নঃ আমার এক ক্রেতার মেয়ের বিয়ে। যার কাছে প্রতিমাসে বিক্রি করে আমি বেশ লাভ করি। সে অবশ্যই আশা করে যে, আমি বিয়েতে যাবো এবং ভালো কিছু দেবো। কী করণীয়?
উত্তরঃ আসলে এটা তো উপহার নয়, এটা বিনিয়োগ যা আপনি দেখছেন ব্যবসায়িক বিবেচনায়। তবে এ বিনিয়োগটি আপনি অন্য সময় করুন, বিয়ের অনুষ্ঠানে অংশ নিন উপহার ছাড়াই। খাওয়া-দাওয়া সেরে, অনুষ্ঠানস্থলে উপস্থিত সবাইকে নিয়ে বর-কনের সুখী দাম্পত্য জীবন কামনা করে প্রার্থনা করুন। আপনার প্রতি সবার শ্রদ্ধাপূর্ণ দৃষ্টি আকৃষ্ট হবে। আপনার আন্তরিকতার প্রকাশে কনের মা-বাবা এবং আত্মীয়স্বজন নিঃসন্দেহে মুগ্ধ হবেন, সন্তুষ্ট হবেন।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড