Business Care News

News That Matters

calculator, accounting, service

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ৭৮: প্রতিষ্ঠানের মেরুদন্ড

প্রশ্নঃ আমার সাবজেক্ট একাউন্টিংয়ে সেবা দেওয়ার সুযোগ সম্পর্কে আমি ঠিক নিশ্চিত নই।


উত্তরঃ কেন সেবা দেয়ার সুযোগ থাকবে না? একটা প্রতিষ্ঠানের একাউন্টসকে স্বচ্ছ রাখার চেয়ে সেই প্রতিষ্ঠানের জন্যে বড় সেবা আর কিছু হয় না। সে ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক বা অন্য যে-কোনো প্রতিষ্ঠান হোক। একাউন্টস হচ্ছে যে-কোনো প্রতিষ্ঠানের মেরুদন্ড। এটা যদি ঠিক থাকে, সে প্রতিষ্ঠান কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সে প্রতিষ্ঠান ওপরের দিকে উঠবেই। অতএব আপনার নিশ্চিত না হওয়ার কোনো কারণ নেই।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content