Business Care News

News That Matters

luxury, sapphire, diamonds

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ৯১: আকিক পাথর ব্যবহার করা

প্রশ্নঃ আমার এক বন্ধু এবার হজ থেকে এসে আমাকে একটি আকিক পাথর দিয়েছে। এটি আংটি হিসেবে ব্যবহারে আপত্তি আছে কি? কারণ, রসুলুল্লাহ (স) নাকি এ পাথর ব্যবহার করতেন।


উত্তরঃ আকিক পাথর ব্যবহার করা ওয়াজিব/ ফরজ হলে আমরা অবশ্যই জানতাম। তখন আর এই ‘না কি’ কথাটা থাকত না। আর রসুলুল্লাহ (স) আকিক পাথর ব্যবহার করতেন—এটা কোনো প্রামাণ্য হাদীস নয়।

দ্বিতীয়ত, আকিক পাথর বলে হজ থেকে যা আসে সেটা নেপালে গেলে আপনি বস্তা বস্তা পাবেন এবং ওখানে এগুলো মণদরে বিক্রি হয়। সমুদ্রের পাড়ে যেমন ঝিনুক পড়ে থাকে এবং যে কেউ তা কুড়িয়ে নিতে পারে। আকিক পাথর হচ্ছে এরকম। অতএব, আকিক মূল্যবান পাথর, এটা পরলে অনেক সওয়াব হবে—এমন মনে করার কোনো কারণ নেই। শখ হিসেবে আংটি ব্যবহার করতে পারেন। সেটা একরকম। কিন্তু একে সুন্নত বলার সুযোগ আছে কি না এ ব্যাপারে ফকিহরা আরো ভালো মত দিতে পারবেন।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content