Business Care News

News That Matters

ai generated, woman, meditation

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১২৯: মেয়েদের মেডিটেশন করার দরকার কি?

প্রশ্নঃ মেয়েদের মেডিটেশন করার দরকার কি? আমার তো মনে হয় তারা এমনিতেই আলফা লেভেলে থাকে।


উত্তরঃ আসলে মেডিটেশনে আমরা আলফা লেভেলটাকে ব্যবহার করছি আমাদের প্রত্যেকের মধ্যেই যে অনন্ত সম্ভাবনা, যে অনন্ত শক্তি রয়েছে সেই সম্ভাবনার বিকাশ ঘটিয়ে তাকে নিজের এবং মানবতার কল্যাণে ব্যবহার করার জন্যে। এখানে মেয়ে এবং ছেলে বলে কোনো কথা নেই। সবারই মেডিটেশন শেখা উচিত এবং চর্চা করা উচিত।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content